Dhaka, Friday | 17 October 2025
         
English Edition
   
Epaper | Friday | 17 October 2025 | English
জাতীয় বেতন স্কেল কবে থেকে, জানালেন শিক্ষা সচিব
রাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার ৫২.৫৭%, এগিয়ে মেয়েরা
রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প
শিরোনাম:

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাকোল ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ

প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:০৫ পিএম  (ভিজিটর : ৭৫)

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টা থেকে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে এ ভোট গ্রহণ শুরু হয়। এতে নাকোল ইউনিয়নের মোট ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মিয়া শরাফত হোসেন শুকুর, মিজানুর রহমান ও রবিউল ইসলাম খান রবি, সাধারণ সম্পাদক পদে মইনুল হাসান মুক্তি, মোঃ মনিরুজ্জামান হোসেন মহব্বত, শহিদুল ইসলাম, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মুক্তি মাহমুদ, জুয়েল শেখ, বাচ্চু মোল্লা ও দুলাল শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও সহকারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ আলমগীর হোসেন।

নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলাা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচনে রবিউল ইসলাম খান রবি সভাপতি, মোঃ মনিরুজ্জামান হোসেন মহব্বত সাধারণ সম্পাদক ও জয়েল শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝