জুলাই চলমানই থাকবে, নতুন প্রজন্ম পুরাতন বন্দোবস্তকে চ্যালেঞ্জ জানাতেই থাকবে। নতুন নেতৃত্ব সামনে আসবে, চিন্তাধারা নতুনভাবে গোছানো হবে। এটাকে সৃষ্টিশীলভাবে, ধৈর্যের সাথে করে যাওয়াটাই জুলাইয়ের পক্ষের মানুষদের কাজ। সেটার জন্য অজস্র সংগঠন সৃষ্টি করতে হবে।
শুক্রবার (০৮ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান' বিষয়ক বিশেষ সাময়িকী 'রক্তিম জুলাই' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
কুবিসাস সভাপতি সাঈদ হাসানের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, পৃথিবী ঘুরতে একবছর সময় লাগে না। ঠিক তেমনি জুলাই এক বছর পরে আবারও এসেছে আমাদের মাঝে। জুলাইয়ে সংগঠিত এই যে আনফিনিশড রেভ্যুলেশন এটার এনার্জি তো আপনাদের কণ্ঠে, আপনাদের চলনে—নানান জায়গায় যে ক্ষোভ হচ্ছে এবং সেটাকে কখনো মব বলা হচ্ছে। আমি মব সমর্থন করছি না। কিন্তু এই সমস্যাটা আসছে কোথা থেকে? আসছে বৃহত্তর রাজনৈতিক নেতৃত্বের ব্যার্থতা থেকে। এই ব্যার্থতা জনগনের ব্যার্থতা না, জুলাইয়ের ব্যার্থতা না। এর মধ্য দিয়ে আমাদের দেশে বিপ্লব হবে না, একটা বিবর্তন এবং মাঝে মাঝে বিস্ফোরন হবে। বিবর্তন, বিস্ফরন, অভ্যুত্থান—এভাবে বাংলাদেশ আর আগের জায়গায় ফিরবে না। নতুন নেতৃত্ব সামনে আসবে।
এ ছাড়াও তিনি নতুন প্রজন্মের জুলাইয়ের সিলসিলা অব্যাহত রাখার প্রতি আশাবাদ ব্যাক্ত করেন।
এফপি/এমআই