Dhaka, Wednesday | 20 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 20 August 2025 | English
কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ১৩ গ্রাম
সুনামগঞ্জে আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে নৌকা ডুবিতে শিশুর মৃত্যু
পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ী ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিনের ‘টয়লেট স্যুটকেস’ নিয়ে রহস্য
শিরোনাম:

খুলনা সাবেক মেয়র ও এমপি, প্রেসক্লাব সভাপতিসহ ৫৫ জনের বিরুদ্ধে সাবেক সমন্বয়কের মামলা

প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:৪৬ এএম  (ভিজিটর : ৮৩)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় কেসিসি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন জুয়েলসহ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছে সংগঠনের সাবেক সহ সমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পি। 

খুলনা মহানগর আদালতের বিচারক রোববার তা গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আজ সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী।

মামলার আবেদনে উল্লেখিত আসামিরা হলেন, কেসিসি’র সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক সংসদ সদস্য এসএম কামাল হোসেন, সাবেক সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, যুবলীগ নেতা শেখ সোহেল, সাবেক সংসদ সদস্য নারায়ণচন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল, রইজ হাওলাদর, এড. সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল সুজন, সাবেক কেএমপি কমিশনার মোজাম্মেল হক, খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) খুলনার ইকবাল বাহার চৌধুরী, সাবেক উপ-পুলিশ কমিশনার সোনালী সেন, সাবেক এডিসি গোপিনাথ কানজিলাল, সাবেক ডিবি কর্মকর্তা নুরুজ্জামান, জহিরুল ইসলাম, আমজাদ, আবুল কালাম আজাদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম নজরুল ইসলাম, ঢামেক'র ছাত্রলীগের ক্যাডার ডা. সিয়াম, ছাত্রলীগ ক্যাডার ও পরিচালক ডিএমসি স্কলারস ডা. মঈনুল, শেখ ওমর আলী, আবজাল শিকারী, মোস্তাফিজুর রহমান মিলন, রতন সরদার, সোহেল হাসান রুমি, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, স্বেচ্ছাসেবকলীগ খুলনা মহানগর সভাপতি আসাদুজ্জামান রাসেল, কেসিসি'র সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহাদাত হোসেন মিনা, ইসমাইল, শিপার, এবিএম সাত্তার, মো: মিজান শেখ, শফিকুল ইসলাম, রতন মন্ডল, মো: জসিম শিকদার, মো: সাবুদ্দিন, মোহাম্মদ শিকদার, নাসির, মো: খায়রুল বাসার, মো: নাজির হোসেন, মো: কামাল হোসেন, মো: শরিফুল ইসলাম, শাহাজাদা খান, নজরুল ইসলাম, শরীফ আতিয়ার রহমান, রাজ্জাক, সুজা, সৈয়দ মুরসালিন প্রিন্স এবং শেখ শামীম।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৩১ জুলাই দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মার্চ ফর জাস্টিস বাস্তবায়নের লক্ষ্যে একটি মিছিল বের করে। মিছিলটি সাতরাস্তা মোড় পৌছালে ১-১০নং আসামির নির্দেশে অন্যান্যর ছাত্রদের লক্ষ্য করে শর্টগান, পিস্তল বোমা এবং ইট নিয়ে হামলা করে। হামলায় ছাত্ররা রক্তাক্ত জখম হয়। প্রাণ ভয়ে তার এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। রাস্তায় পড়ে থাকা ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করে আশপাশের ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। সেখানে গিয়েও তারা হামলা চালায়। পরে তাদের প্রশাসনের হাতে তুলে দেয় তারা। 

এ ঘটনায় গত ১০ আগস্ট থানায় মামলা দায়ের করতে খুলনা থানায় উপস্থিত হলে সেখানকার কর্মকর্তারা আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরবর্তীতে ১২ আগস্ট খুলনা মহানগর দায়রা জজ আদালতে  মামলার জন্য আবেদন করা হয়।

মামলার বাদি পক্ষের আইনজীবী মো: কামাল হোসেন বলেন, গত রোববার আরজি আদালত গ্রহণ করেছে। তা তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝