পিরোজপুরের নাজিরপুর উপজেলায় চিরকুট লিখে আত্মহত্যা করেছে নাসরিন নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে।
মৃত্যুর আগে সে দেড় পৃষ্ঠার একটি চিরকুট লিখে গেছে, যেখানে পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিজের ব্যর্থতার বর্ণনা দিয়েছেন নাসরিন।
নিহত নাসরিন আক্তার (১৬) সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের দীনমজুর এসকেন্দার মিয়া মেয়ে। তিনি হক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত পান্না শিকদার (২৪) একই এলাকার লতিফ শিকদারের পুত্র।
নিহত শিক্ষার্থীর ভাগিনা এমদাদ জানান, সে মারা যাওয়ার কারণ হচ্ছে সে খাতায় লিখে গেছে আমরা পড়ছি, একটা ছেলের সাথে তার দীর্ঘদিন রিলেশন ছিল। সেই ছেলে বিয়ের প্রত্যাশা দিয়া তার সাথে শারীরিক সম্পর্ক করছে। এখন সে বিবাহ করতে রাজি হচ্ছে না। এজন্য সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। যে ছেলেটির সাথে সম্পর্ক করতো সে ১ নং ওয়ার্ডের বাসিন্দা, তার নাম পান্না শিকদার, তার পিতার নাম লতিফ সিকদার। আমি বেলা একটার দিকে খবর পেয়ে দোকান থেকে এসে দেখি মারা গেছে। পরবর্তীতে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমরা এর বিচার চাই।
তবে এ বিষয়ে অভিযুক্ত পান্না সিকদার ও তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। পান্নার ফোনে একাধিকবার ফোন দিলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এফপি/রাজ