বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারের পর শনিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৬২ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতেই চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ভারতে অনুষ্ঠেয় আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলবে আট দল। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ছয় দল সরাসরি আসরের টিকিট হাতে পেয়েছে। বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে নেমেছে ছয় দল। এর মধ্যে টানা চার জয়ে বিশ্বকাপের টিকিট কাটে স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষেও জয় পাওয়ায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে যাচ্ছে তারা।
অন্য জায়গার জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জিতলে তাদেরও তিন জয়ে ছয় পয়েন্ট হবে। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে বিশ্বকাপে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী দলের এই বড় হার তাই গলার কাঁটা হতে পারে।
টুর্নামেন্ট জুড়ে ভালো ব্যাটিং করা বাংলাদেশ শনিবার পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ফাঁড়া কাটিয়ে নির্ধারিত ৫০ ওভার খেললেও ৯ উইকেটে মাত্র ১৭৮ রান তুলতে পারে বাংলাদেশ। ওপেনার ফারজানা হক এদিন শূন্য করে ফেরেন। অন্য ওপেনার দিলারা আক্তার ১৩ রান যোগ করেন। পরেই আউট হন অধিনায়ক নিগার সুলতানা (১)। বাংলাদেশ ২১ রানে হারায় ৩ উইকেট।
দলকে ভরসা দেওয়ার ভার তখন পড়েছিল শারমিন আক্তারের কাঁধে। কিন্তু আগের চার ম্যাচেই ভালো ব্যাটিং করা শারমিন এদিন হাল বেশিক্ষণ বাইরে পারেননি। তিনি ফিরে যান ২৪ রান করে। পরে ঋতুমনি ও ফাহিমা খাতুন দৃঢ়তা দেখিয়ে ফিফটি ছোঁয়া ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। ঋতু ৭৬ বলে ৪৮ ও ফাহিমা ৫৩ বলে ৪৪ রান করেন।
জবাবে নামা পাকিস্তান দুই ব্যাটারের ফিফটিতে সহজে জয় তুলে নেয়। পাকিস্তানের ওপেনার মুনিবা আলী ৬৯ রান করেন। সিদ্রা আমিন ৩৩ রান করে ফিরে যান। আলিয়া রিয়াজ ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন। বল হাতে পাকিস্তানের সাদিয়া ইকবাল ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন ফাতিমা সানা ও ডায়ানা বেগ।
জবাবে নামা পাকিস্তান দুই ব্যাটারের ফিফটিতে সহজে জয় তুলে নেয়। পাকিস্তানের ওপেনার মুনিবা আলী ৬৯ রান করেন। সিদ্রা আমিন ৩৩ রান করে ফিরে যান। আলিয়া রিয়াজ ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন। বল হাতে পাকিস্তানের সাদিয়া ইকবাল ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন ফাতিমা সানা ও ডায়ানা বেগ।
এফপি/এমআই