ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে একাপাক্ষিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। তবে ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। খবর আল জাজিরা
শনিবার (১৯ এপ্রিল) রুশ সেনাপ্রধান ভেলারি গেরাসিমভের সঙ্গে আলোচনা করে পুতিন টেলিভিশনে বলেন, আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রোববার (২০ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
পুতিন বলেন, ইউক্রেন রাশিয়ার উদাহরণ অনুসরণ করবে। কিয়েভ যদি এই যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল থাকে তাহলে এটাই প্রমাণিত হবে তারাও শান্তির পক্ষে।
সেনাপ্রধানকে সতর্ক করে পুতিন বলেন, ইউক্রেনের পক্ষ থেকে যে কোনো পদক্ষেপ প্রতিরোধে সৈন্যদের প্রস্তুত থাকতে হবে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী টেলিগ্রাম পোস্টে বলেন, মানবিক উদ্দেশ্যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। রুশ যৌথ বাহিনী এটি পর্যবেক্ষণ করবে। তবে পারস্পারিক শর্ত সাপেক্ষে যদি কিয়েভও এটি পালন করে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন ৩০ দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখার জন্য রাজি হয়। কিন্তু উভয় পক্ষই একে অপরের প্রতি একাধিক অভিযোগ তুলে হামলা অব্যাহত রেখেছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দেন পুতিন। ওইদিন ইউক্রেনে ঢুকে পড়ে রাশিয়ার হাজার হাজার সেনা। প্রাথমিক অবস্থায় ইউক্রেনে তিনদিনের প্রস্তুতি নিয়ে ঢুকেছিল রুশ সেনারা। তাদের লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ দখল করে ভলোদিমির জেলেনস্কির সরকারকে উৎখাত করা। তবে এতে ব্যর্থ হয় রুশ সেনারা। পরবর্তীতে তারা ইউক্রেনের দুটি বড় অঞ্চল লুহানেস্ক ও দোনেৎস্ক দখল করার দিকে মনোযোগ দেয়। তিন বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে রুশ বাহিনী এ দুটি অঞ্চলের প্রায় পুরোটি দখল করে ফেলেছে।
এফপি/এমআই