সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বৌলাই নদীতে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চামরদানী ইউনিয়নের মুকশেদপুর সংলগ্ন বৌলাই নদীর পশ্চিম পাড় (দীঘা) নামক স্থান থেকে এই লাশ উদ্ধার হয়। অজ্ঞাত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য দীঘার নামক স্থানে অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ দেখতে পেয়ে মধ্যনগর থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে অজ্ঞাতনামা একজন পুরুষের গলিত মৃতদেহ হাতের আঙ্গুল বিহীন ও পায়ের গোড়ালি হইতে নিচের অংশ নেই এবং মুখমন্ডল গলিত এবং নগ্ন ও পোকা দ্বারা আক্রান্ত লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সজীব রহমান বলেন, অজ্ঞাত ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে।