ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) বাঞ্ছারামপুর সদরে মাওলাগঞ্জ বাজার অডিটরিয়ামে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলামে সঞ্চালনায় সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সচিব মোহাম্মদ মোফাক্কের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক এম এ খালেক।
এ সময় বাঞ্ছারামপুর উপজেলার ৩৮টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণির ৩ জন করে মেধাবী ৮১৬ জন শিক্ষার্থীকে ৮ লক্ষাধিক নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়াও মেধাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সহ-সভাপতি এডভোকেট রফিক শিকদার, এডভোকেট জিয়াউদ্দিন, সাবেক সচিব সফিকুল ইসলাম, কর্নেল মো. মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম, এম.এ মুহিত, এডভোকেট মীর হালিম, সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, বিএনপি নেতা মতিয়ুর রহমান জালু, ভিপি মজিব, প্রেসক্লাব সভাপতি মোল্লা নাসির, প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, মোশাররফ হোসেন রিপন প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) সাইদ বলেন, “বৃত্তি হলো শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার একটি মাধ্যম। বাঞ্ছারামপুর উপজেলার প্রায় ৮’শত মেধাবী শিক্ষার্থীর মেধাবৃত্তি দিয়েছে বাঞ্ছারামপুর কল্যাণ সমিতি। উপজেলায় এতো ব্যাপক পরিসরে অতীতে কখনোই এতো অধিক সংখ্যক বৃত্তি দেয়াটা ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যতে সমিতি আরো পরিসরে কিছু করার পরিকল্পনা আছে।
এফপি/এমআই