Dhaka, Saturday | 19 April 2025
         
English Edition
   
Epaper | Saturday | 19 April 2025 | English
ইউক্রেনে পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা
পাকিস্তানের কাছে বড় হারে বিশ্বকাপ মিসের শঙ্কায় বাংলাদেশ
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা
হাসিনা ও ১১ শীর্ষ নেতার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
শিরোনাম:

নবীনগরে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:২৪ পিএম  (ভিজিটর : ৫)

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা, মসজিদুল আকসায় পুলিশি অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ইব্রাহিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে স্থানীয় জনগণ ও বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিদের অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি স্থানীয় পালবাজার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতিমখানা গেইটে এসে বিক্ষোভকারিরা সমবেত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন। তারা ‘ইসরায়েলের আগ্রাসন বন্ধ করো’, ‘আল-আকসায় হামলার বিচার চাই’, ‘ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বারবার মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। আল-আকসা মসজিদের মতো পবিত্র স্থানে হামলা চালিয়ে তারা মুসলিম উম্মাহকে চরমভাবে আঘাত করেছে।”

বক্তারা জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝