প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:১১ পিএম (ভিজিটর : ৯০৮)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে লড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে যাত্রীবাহী মোটরসাইকেল চালক মজনু মিয়া (৩৫) শুক্রবার (১৮ এপ্রিল) ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের পশ্চিমপাশে থাকা পাকা সড়কে এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের বাড়ি উপজেলার বাদে হরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নেওয়াজ মিয়ার ছেলে।
ধর্মপাশা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের বাসিন্দা ও যাত্রীবাহী মোটরসাইকেল চালক মজনু মিয়া নিজ গ্রাম থেকে জয়শ্রী বাজারের দিকে রওয়ানা হন। যাত্রাপথে নিজ গ্রামের পশ্চিমপাশে থাকা পাকা সড়কে পৌঁছা মাত্রই একটি লড়ি তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহন হন। স্থানীয় লোকজন গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শুক্রবার ভোর রাত সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে৷ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।