রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ছোটভকলা ইউনিয়নের চরবরাট গ্রামের জয়নাল মন্ডলের ছেলে সিয়াম (১১) তাদের নিজ গোয়াল ঘরে আড়ার সাথে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
গতকাল দিবাগত রাত ৭টার দিকে শিশুর আত্মহত্যা ঘটনা ঘটে। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গিয়ে লাশ সুরতহাল প্রস্তুত করে এবং ময়নাতদন্ত প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্য সিয়াম এলাইল ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা রাজবাড়ী সদর হেফজ খানায় পড়াশোনা করতো। মাদ্রাসা থেকে মাঝে মাঝে বাড়ি চলে আসতো শিশুটি। তার মা-বাবা জোর করে মাদ্রাসায় দিয়ে আসতো। গতকাল সিয়ামের মা সিয়ামকে মাদ্রাসায় যেতে বললে সিয়াম যেতে চায়নি। এতে সিয়াসের মা রাগারাগি করেন। এরপর সিয়াম তাদের গোয়াল ঘরে আড়ার সাথে রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম বলেন ,আমি সংবাদ পেয়ে আমাদের একজন পুলিশের এসআই জুয়েল উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রস্তুত করেছি এবং ময়নাতদন্ত প্রক্রিয়াধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/রাজ