মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঈদের আনন্দের রেশ না কাটতেই আগুনে পুড়ে শেষ হয়ে গেলো ফল ব্যবসায়ী আজহার মিয়ার সাজানো সংসার।
শুক্রবার (১৩জুন) রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকার চকের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। চোখের সামনে দাউ দাউ করে জ্বলে নিমেষে ছাই হয়ে যায় তার কষ্টে অর্জিত টাকায় বানানো বসত ঘরটি।
জানা যায়, অগ্নিকাণ্ডে ওই এলাকার বাসিন্দা ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ফল বিক্রেতা আজহার মিয়ার একটি বসত ঘর আগুনে পুড়ে যায়। এসময় ঘরে থাকা আসবাবপত্র, আলমারি, ফ্রিজ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ সবই পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ১৩-১৪ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান আজহার মিয়ার কন্যা চাঁদনী আক্তার।
আগুন লাগার কারণ সম্পর্কে চাঁদনী আক্তার জানান, আমি আমার স্বামী কে নিয়ে ভাড়া বাসায় থাকি। ওই ঘরে আমার মা ও বাবা থাকতেন। ওইদিন রাতে আমার মা ও বাবা দোকান থেকে ফিরে আমার বাসায় আসেন।ঘরে গ্যাস ও বিদ্যুৎ এর সংযোগ ছিল না। ঘরের দরজা বন্ধ ছিলো। রাত সাড়ে ১০টা কি পৌনে ১১দিকে খবর আসে ঘরে আগুনে লাগছে। গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘর থেকে কিছুই বের করতে পারেনি। ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে কোন মাদক সেবী এই আগুন লাগিয়ে দিতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, খবর পেয়ে ছুটে যাই। কিন্ত রাস্তা না থাকায় ঘটনার স্থলে যাওয়ার সম্ভব হয়নি তাদের।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, আগুন লাগার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/রাজ