কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) সি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বের হওয়ার সময় মূল ফটকে দাঁড়িয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শিক্ষার্থীদের ছাত্রদলে যোগদানের আহ্বান জানিয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় শেষ হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুবি ক্যাম্পাসে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা মূল ফটক ধরে বেরিয়ে যায়।
এ সময় কুবি ছাত্রদল হ্যান্ডমাইকে ‘তারেক রহমানের সালাম নিন ছাত্রদলে যোগ দিন’ ‘খালেদা জিয়ার সালাম নিন‚ ছাত্রদলে যোগ দিন’ ‘দেশপ্রেমের শপথ নিন‚ ছাত্রদলে যোগ দিন’ বলে স্লোগান দেয়।
এ কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন‚ কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন‚ সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ ও শাখা ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা।