কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্ন প্রদানের ঘটনা ঘটেছে। এছাড়াও পরীক্ষা শুরুর ৪০ মিনিট পরে প্রশ্ন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। চলতি বছর ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়েছেন গড়ে ৪১ জন।
পরীক্ষার্থীদের অভিযোগ, ‘সি’ ইউনিটের পরীক্ষায় প্রথমে মানবিক বিভাগের ইংরেজি প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়ে। যে কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে পরীক্ষা শুরু হয়।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক আহসান উল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রশ্ন মনে করে নিয়ে যাওয়া হয়েছিলো কিন্তু শিক্ষার্থীরা যখন বললো এটা তাদের প্রশ্ন না তখন সাথে সাথেই আমরা প্রশ্ন পরিবর্তন করে নিয়েছি। এর জন্য একটু সময় বিলম্বিত হয়েছে।’
এ ভুলের দায় কে নিবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সামান্য ভুলের জন্য শিক্ষার্থীদের যেনো অধিকার হরণ না হয় সেজন্য আমরা শিক্ষার্থীদেরকে বিলম্বিত সময়ের জন্য সমপরিমাণ এক্সট্রা সময় দিয়েছি।’
এফসি/রাজ