কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ১৮ ফুটবলার। যদিও গত ১৬ ফেব্রুয়ারি বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছিল ‘বিদ্রোহের’ ঘোষণা থেকে সরে এসেছেন ফুটবলাররা এবং ফিরবেন অনুশীলনেও। কিন্ত ঈদের ছুটি শেষে সোমবার (০৭ এপ্রিল) জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হলেও সেখানে অংশ নেয়নি ‘বিদ্রোহী’ ফুটবলারদের কেউই।
তবে ‘বিদ্রোহ’ করা ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া এবং সাবিনা খাতুন ভূটানে আছেন দেশটির স্থানীয় ক্লাব পারো এফসির হয়ে খেলার জন্য। বাকি খেলোয়াড়দের মধ্যে তহুরা খাতুন দুইদিন ছুটি নিয়েছেন বোন অসুস্থ থাকায়।
এই ৫ জন ছাড়া ‘বিদ্রোহ’ করা বাকি ফুটবলাররা সোমবার বাফুফে ভবনে কোচ পিটার বাটলারের সাথে মিটিং করেছেন বলে খবর বেরিয়েছে। জানা গেছে, সেই মিটিংয়ে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মাঝে কোচ বাটলারের বিপক্ষে আনা বিভিন্ন অভিযোগ নিয়েও আলোচনা হয়। পরে মিটিংয়ে অংশ নেয়া ফুটবলাররা মঙ্গলবার (০৮ এপ্রিল) থেকে অনুশীলনে ফেরার আগ্রহ দেখিয়েছেন।
সোমবার জিম সেশনে বাফুফের সঙ্গে চুক্তি করা ৩৬ জনের মধ্যে স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মুনকি আক্তার ও কোহাতি কিসকু ব্যক্তিগত কারণে এখনো ক্যাম্পে অংশ নেননি। তারা ছাড়া বাকি সবাই ক্যাম্পে অংশ নিয়েছেন।
এই বছর ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে ফিফা উইন্ডো থাকায় দুইটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে বাংলাদেশের। এছাড়া ১১ থেকে ২১ জুলাই ঢাকায় হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। আপাতত এই টুর্নামেন্টগুলো সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ পিটার বাটলার।
এফপি/এমআই