রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা হতে ৫২ পুরিয়া এবং দৌলতদিয়া বাজার এলাকা হতে ২০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার কলাগাড়িয়া গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. শিমুল আহম্মেদ (২৯), অপর আরেক মাদক কারবারি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত আকবর শিকদারের ছেলে আলমাস শিকদার (৪০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ১৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট মো. উজির প্রামানিকের দোকানের সামনে হতে শিমুল আহম্মেদ (২৯) কে ৫২ পুরিয়া এবং ১৬ এপ্রিল বুধবার বেলা ১২ টার দিকে দৌলতদিয়া বাজার চেয়ারম্যান গলির জুলহাস মোল্লার কসমেটিক্সের দোকানের সামনে হতে ২০ পুরিয়া হেরোইনসহ তাদেরকে আটক করে থানা পুলিশ।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/রাজ