স্পট মার্কেট (খোলা বাজার) থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দুইটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এ দুই কার্গো এলএনজি আসবে সিঙ্গাপুর ও যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান থেকে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সিঙ্গাপুরের গানভোর থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। এতে ব্যয় হবে ৫৬৯ কোটি ২৯ লাখ টাকা। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টোটাল ইঞ্জিনিয়ার গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে কেনা হবে আরাক কার্গো এলএনজি। এতে ব্যয় হবে ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকা।
এর আগে গত ৮ এপ্রিল ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকেও এই দুই দেশ থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদিত হয়।