Dhaka, Monday | 4 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 4 August 2025 | English
জয়পুরহাটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ
শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার: অ্যাটর্নি জেনারেল
ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম
শিরোনাম:

এবার হজে যাচ্ছেন ৮৭ হাজারের বেশি বাংলাদেশি

প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:২৮ এএম  (ভিজিটর : ৪৯)

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের হজ। এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে অংশ নিচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে তিনটি এয়ারলাইন্স- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস। বিমান ও সৌদিয়া সমানভাবে যাত্রী বহন করবে (প্রতিটি ৪৩ হাজার ৫৫০ জন করে)। ফ্লাইন্যাস বহন করবে মোট যাত্রীর ১৫ শতাংশ। হজ ফ্লাইট শুরু হবে ২৯ এপ্রিল থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত।

হজযাত্রা নির্বিঘ্ন করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবারও চালু রাখা হয়েছে ‘রোড টু মক্কা’ কর্মসূচি। এই ব্যবস্থায় যাত্রীরা সৌদি ইমিগ্রেশন ঢাকাতেই সম্পন্ন করতে পারবেন। এতে সৌদি পৌঁছানোর পর আর আলাদা করে ইমিগ্রেশন করতে হবে না, ফলে ভোগান্তি অনেকটাই কমবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতোমধ্যে ‘হজ টাস্কফোর্স- ২০২৫’ গঠন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হজ ফ্লাইটগুলো হবে পুরোপুরি ডেডিকেটেড এবং ওভারল্যাপিং ফ্লাইট নিষিদ্ধ থাকবে। শাহজালাল বিমানবন্দরে হজযাত্রীদের জন্য দুটি বোর্ডিং ব্রিজ সংরক্ষিত থাকবে। পাশাপাশি, নারী-পুরুষের জন্য আলাদা নামাজের জায়গা, হ্যান্ড স্যানিটাইজার, বিশুদ্ধ পানি এবং মশা নিধন কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সব হজযাত্রীর জন্য মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিমানবন্দরে মোবাইল কোর্ট পরিচালিত হবে আশপাশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে। হজ ফ্লাইটে ছুরি, ব্লেড, স্বর্ণালংকার, সিগারেট, মদ, পান ও জর্দা বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় এবার হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করেছে, পাশাপাশি একটি হজ অ্যাপও চালু করা হয়েছে। যাত্রীদের লাগেজে থাকবে ইলেকট্রনিক চিপ, যাতে তা সহজে শনাক্ত করা যায়। প্রতিটি ফ্লাইটে বাংলা ভাষাভাষী কেবিন ক্রু রাখা হবে এবং বিমানে হজ বিষয়ক ভিডিও প্রদর্শন করা হবে। জমজমের পানি বিতরণে থাকবে বিশেষ নজরদারি, রাখা হবে ১০ শতাংশ অতিরিক্ত সরবরাহ।

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ ২-এর খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় খরচ নির্ভর করছে এজেন্সি ও সেবার মান অনুযায়ী, যার সর্বনিম্ন সীমা ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

চলতি বছর হজ ব্যবস্থাপনায় অংশ নিচ্ছে মোট ৯৪১টি হজ এজেন্সি। হজ যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে সার্বক্ষণিক কন্ট্রোল রুম এবং ফ্লাইট মনিটরিং ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝