Dhaka, Monday | 4 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 4 August 2025 | English
এমন এক দেশে জন্ম— কার কাছে বিচার দেব, জানি না: শবনম ফারিয়া
জয়পুরহাটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ
শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার: অ্যাটর্নি জেনারেল
ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
শিরোনাম:

শেরপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত

প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩:১৩ পিএম  (ভিজিটর : ৮৫)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া মাজার সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভোসা মালামালের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে দোকানটির প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক মো. আনিস।

ঘটনার পরপরই শেরপুর ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটির ভেতরের সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। এলাকাবাসীর ধারণা, সম্প্রতি মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এবং বাজার এলাকায় বিভিন্ন সময় চুরি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটায় এটি প্রতিহিংসামূলকভাবে ঘটানো হতে পারে।

এলাকার সচেতন মহল বলছে, মাত্র কয়েক দিন আগে গত ২৮ জুলাই বাজারসংলগ্ন হযরত ওমর (রাঃ) জামে মসজিদ থেকে দুইটি মূল্যবান মাইকের ব্যাটারি চুরি হয়। এরই ধারাবাহিকতায় আবারও অগ্নিসংযোগে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তদের পরিকল্পিত অগ্নিসংযোগের শঙ্কায় আতঙ্কে ব্যবসায়ীরা।

দোকানের ক্ষতিগ্রস্ত মালিক মো. আনিস জানান, “আমি একজন নিরীহ ব্যবসায়ী। এর আগেও আমার পাশের দোকানে আগুন দিয়েছিলো দুর্বৃত্তরা। কী কারণে আমার বিরুদ্ধে এমন ঘটনা ঘটানো হচ্ছে, আমি বুঝতে পারছি না।”

এ বিষয়ে পাকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আ. হালিম সরকার বলেন, “আমাদের সমাজে যারা মাদকসেবী ও দুর্বৃত্ত, তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। তা না হলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আরও বাড়বে। প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।”

এলাকাবাসী দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছে। এদিকে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝