Dhaka, Sunday | 16 November 2025
         
English Edition
   
Epaper | Sunday | 16 November 2025 | English
আজ এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি
দুপুর পর্যন্ত ঢাকায় যেমন থাকবে আবহাওয়া
দাম কমেছে স্বর্ণের, আজ থেকে কার্যকর
শিরোনাম:

ঈদগাওতে চাঁদা না পেয়ে প্রবাসির জমি দখলের পায়তারা

প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ০৪.০৮.২০২৫ ৩:৪৮ পিএম  (ভিজিটর : ২৬২)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে প্রায় ৮০ শতক জমি জোরপূর্বক রোপণ করে দখলে নেয়ার পায়তারা করছে ঈদগাও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড়ের সিকদারপাড়া এলাকার মৃত রসিদ আহমদের ছেলে আবু তৈয়ব, মৃত আব্দুল মতলবের ছেলে মহিউদ্দিন, একই এলাকার মৃত নুরুচ্ছফার ছেলে তারেকের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল।

গত রবিবার (৩আগস্ট) রাতে অগোচরে জমিতে চারা রোপণ করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা যায়, ঈদগাও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ফাঁসিয়াখালি সিকদারপাড়া এলাকার রেল স্টেশনের পাশে প্রায় ৮০ শতক জমি মৃত হেফাজত উল্লাহর ওয়ারিশদের দখলে ছিল। তাদের মধ্যে দুইভাই শহিদুর রহমান ও সাদেকুর রহমান প্রবাসী হওয়ার কারনে মহিউদ্দিন ও তারেক শহিদুর রহমান কিছুদিন আগে দেশে আসলে তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলে জানা যায়। চাঁদা দিতে অস্বীকার করলে রেল লাইনের পাশে সিকদারপাড়া এলাকায় পূর্বের বিল থেকে প্রায় ৮০ শতক জমি দখলে নিতে চারা রোপণ করেছে বলে জানান।

এদিকে সৌদি প্রবাসি শহিদুর রহমান টেলিফোনে জানান, আমি ও আমার ভাই সৌদি আরবে বসবাস করছি কয়েক বছর ধরে। সম্প্রতি আমি দেশে গেলে সিকদারপাড়া এলাকার মৃত রসিদ আহমদের ছেলে আবু তৈয়ব মৃত আব্দুল মতলবের ছেলে মহিউদ্দিন, একই এলাকার মৃত নুরুচ্ছফার ছেলে তারেকের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দলবল নিয়ে আমার কাছে ৫লাখ টাকা দাবি করে তা দিতে অস্বীকার করলে সেদিন থেকে আমার পৈতৃক সম্পত্তিতে আমাকে বাঁধা প্রদান করে আমার চাষ নুরুল আজিম বাবুলকে হুমকি দিয়ে আসছেজমিতে না যেতে ও এলাকায় থাকা আমার ভাইবোনদের ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছিল।

হেফাজত উল্লাহর আরেক ওয়ারিশ আজিজা খানম জানান, ১৯৩০ সাল থেকে আমার দাদা আহসান উল্লাহ সিকদার এই জমি ভোগ দখলে ছিল, এবং আমার দাদার নামে খতিয়ান করা রয়েছে যার নং ৪০৪৭ ও ৪০৪৯। সেখান থেকে আমার বাবা হেফাজত উল্লাহর নামে বিএস ১৩৪৭০ খতিয়ান সৃজিত হয়। কিন্তু সেখানে দলবল নিয়ে মহিউদ্দিন ও তারেক জমি দখল করতে পায়তারা চারাচ্ছে আমার চাষাকে তাড়িয়ে দিয়ে তারা জমি রোপণ করার চেষ্টা করছে।

কৃষক নুরুল আজিম বাবুল জানান, প্রায় ২৫ থেকে ৩০ বছর আমি এই জমি হেফাহক উল্লাহর ওয়ারিশের কাছ থেকে নিয়ে চাষ করে আসছি। হঠ্যাৎ মহিউদ্দিন ও তারেক আমাকে জমি চাষ করতে বাঁধা দেয় যার কারণে আমি আর জমিতে যেতে পারিনি।

এব্যাপারে জানতে অভিযুক্ত মহিউদ্দিনকে ফোন করা হলে তিনি কোর্টে বলে জানান।

এ বিষয়ে ঈদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের সাথে কথা হলে তিনি জানান, হেফাজত উল্লাহর ওয়ারিশগণ আইনি সহায়তা চেয়ে থানায় আবেদন করেছে। তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝