পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে সদর থানাধীন মহেন্দপুর মুনসুরাবাদ আবাসিক প্রকল্প-২ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল, একটি ১০ চেম্বার বিশিষ্ট, ২২ বোর রিভলবার, একটি ৮ চেম্বার বিশিষ্ট, ২২ বোর রিভলবার এবং মোট ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন কালো রঙের সুজুকি জিকসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ সময় গ্রেপ্তার করা হয় মোঃ মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭) এবং মোঃ আরিফ হোসেন (২৫)। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই দিন রাত ৯টা ৩০ মিনিটে ডিবির আরেকটি দল সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর শায়েস্তাখান রোড এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোঃ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরের শয়নকক্ষ থেকে একটি ব্যাগে রাখা ৫৩ রাউন্ড পিস্তলের কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় আলমগীর হোসেনকে আসামি দেখিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া রাত ৯টা ৩০ মিনিটে ডিবির অপর একটি দল পূর্ব শালগাড়িয়া পিএন রোড এলাকায় পরিত্যক্ত টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে ৩ রাউন্ড পিস্তলের কার্তুজসহ মোঃ ফিরোজ হোসেন (৩৫) ও মোঃ রিপন (৩৫) কে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদক ও অবৈধ অস্ত্রমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অ