Dhaka, Thursday | 1 January 2026
         
English Edition
   
Epaper | Thursday | 1 January 2026 | English
রাষ্ট্রীয় শোকের মধ্যে আজ বই বিতরণ, তবে নেই কোনো উৎসব
বিশ্বজুড়ে নানা আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
স্বামীর পাশে সমাহিত আপসহীন নেত্রী
শিরোনাম:

নাটোরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম  (ভিজিটর : ২)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাই শেষে নাটোরের চারটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর মনোনীত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে মামলাজনিত কারণে নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র অপেক্ষমাণ রাখা হলেও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে নাটোর-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেত্রী ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। এছাড়াও জামায়াতে ইসলামের প্রার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন। তবে নাটোর-২ আসনের বিএনপি প্রার্থী দুলু এ সময় উপস্থিত ছিলেন না।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাটোরের চারটি আসনে মোট ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারণে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। সবশেষে চারটি আসনে মোট ২৩ জন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝