Dhaka, Thursday | 1 January 2026
         
English Edition
   
Epaper | Thursday | 1 January 2026 | English
রাষ্ট্রীয় শোকের মধ্যে আজ বই বিতরণ, তবে নেই কোনো উৎসব
বিশ্বজুড়ে নানা আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
স্বামীর পাশে সমাহিত আপসহীন নেত্রী
শিরোনাম:

দিপুকে হত্যার পরে গাছে ঝুলানো সেই যুবক গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ২:৪৪ পিএম  (ভিজিটর : ৬)

ময়মনসিংহের ভালুকায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার পরে রশি দিয়ে গাছের সঙ্গে টেনে ঝুলিয়ে লাশ আগুনে পুড়ানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতের নাম নিরব ইসলাম অনিক (২০)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা মধ্য ভাটিবাড়ি (ডামের মোড়) এলাকার মো. কালিমুল্লাহর ছেলে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ায় অবস্থিত পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের গাছের সঙ্গে নিহত দিপুর মরদেহ ঝুলিয়ে রেখে মহাসড়ক অবরোধ করা হয় এবং একপর্যায়ে মরদেহে আগুন দেওয়া হয়।

ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িতদের ভিডিও ফুটেজ ও মোবাইল ফোনে ধারণকৃত বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি নিহত দিপুকে রশি দিয়ে গাছের সঙ্গে টেনে ঝুলিয়ে দিচ্ছেন। এসব ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারী দল হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে।

প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকা থেকে মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫টায় অভিযুক্ত নিরব ইসলাম অনিককে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং ডিবির চলতি দায়িত্বে থাকা মো. আবদুল্লাহ আল মামুন জানান, চাঞ্চল্যকর দিপু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ঘটনায় এ পর্যন্ত বিশজনকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝