| শিরোনাম: |

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারটির ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার এসআই সুশান্ত কুমার খান। তার ভাষ্য, মোটরসাইকেলটি মগবাজার ওয়ারলেসের দিক থেকে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি শান্তিনগরের দিক থেকে মালিবাগ আবুল হোটেলের দিকে যাচ্ছিল। ফ্লাইওভারের ক্রসিংয়ে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষ। এতে অটোরিকশাচালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেলচালক ইয়াসিন আরাফাত আশিক (২১) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়, তিনি যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিনের বাসা রাজধানীর মুগদা এলাকায়।
এফপি/অ