তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছে নওগাঁর মান্দা উপজেলা। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উপজেলাজুড়ে নেমে আসে শোকের ছায়া। উপজেলা বিএনপি কার্যালয়সহ প্রতিটি ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ লক্ষ্য করা গেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে শোক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, পবিত্র কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল।
মান্দা উপজেলার ভারশোঁ, ভালাইন, পরানপুর, মান্দা, গণেশপুর, মৈনম, প্রসাদপুর, কুসুম্বা, তেঁতুলিয়া, নূরুল্যাবাদ, কালিকাপুর, কাঁশোপাড়া, কসব ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক শোকসভা ও তবারক বিতরণের মাধ্যমে নেত্রীকে স্মরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এম এ মতীন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জাতীয়তাবাদের অগ্রদূত। তাঁর নেতৃত্বে দেশের মানুষ বারবার সাহস পেয়েছে। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, “আমরা আজ রাজনৈতিক ভাবে এতিম হয়ে পড়েছি। দেশ ও জনগণের জন্য তাঁর ত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
রাজনৈতিক অঙ্গনের বাইরে সাধারণ মানুষের মধ্যেও শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। প্রসাদপুর বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, “দলমত নির্বিশেষে একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমরা তাঁকে সম্মান করতাম।”
স্কুলশিক্ষক মনোয়ারা বেগম বলেন, “নারী নেতৃত্বে তিনি ছিলেন অনন্য দৃষ্টান্ত।”
উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আগামী কয়েক দিন মান্দা উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এ ছাড়া নেতাকর্মীরা জানাজায় অংশগ্রহণ করেন।
এফপি/জেএস