নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (৩১ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুই হাত তুলে মোনাজাতে অনবরত কেঁদেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। শুধু তাই নয়, নেতাকর্মীদের শোক আর কান্নায় এক আবেগঘন পরিবেশে পরিণত হয় দোয়া মাহফিলে। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত মোনাজাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন সবাই।
মোনাজাতে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সহ-সভাপতি বেলায়েত হোসেন বিলু,কৃষক দলের সাধারন সম্পাদক মোরশেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোনায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক, ওলমা দলের সভাপতি আব্দুল মান্নান, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিনারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের নেতা বাদশাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এফপি/জেএস