নাটোরের বাগাতিপাড়ায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বিএনপির উদৌগে একযোগে উপজেলার ৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় জানাজার নামাজে অংশ নেয় অংসখ্য মুসল্লি। বাগাতিপাড়া পৌর বিএনপির উদ্যোগে উপজেলার মালঞ্চি বাজারে আয়োজিত গায়েবী জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. নেকবর হোসেন।
তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক আপসহীন নেত্রী ছিলেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এফপি/জেএস