Dhaka, Wednesday | 31 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 31 December 2025 | English
স্বামীর পাশে সমাহিত আপসহীন নেত্রী
মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার মরদেহ
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার-৩

প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম  (ভিজিটর : ৯২)

নীলফামারীর কিশোরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। পুলিশ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মুশা বটতলা এলাকা হতে ভুক্তভোগীকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হল বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল শাহপাড়ার হাসেম আলীর ছেলে আশরাফ আলী (২৫), দুরাকুটি ডাকঘরপাড়ার তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন, একই গ্রামের সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান (২১)।

মামলা সূত্র জানা যায়, মাদ্রাসার ৯ম শ্রেণির ওই ছাত্রী মাদ্রাসা যাওয়া আসার সময় গ্রেফতারকৃত আশরাফুল প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। ওই ছাত্রী তার বাবাকে বিষয়টি বললে তার বাবা আশরাফুলকে নিষেধ করে। আশরাফুল ক্ষিপ্ত হয়ে গত (২৯ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে ওই ছাত্রীকে পরিকল্পিতভাবে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে। তার চিৎকারে মোটরসাইকেল আটকানোর চেষ্টা করা হলে অপহরণকারীরা সেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে মঙ্গলবার ওই ভুক্তভোগীর বাবা আশরাফুল হক বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ একই দিনে সন্ধ্যায় অভিযান চালিয়ে মুশা বটতলা এলাকা হতে ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় অপহরণ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান, তাদের অবস্থান নিশ্চিত হয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই অপহৃত ভুক্তভোগীকে কিশোরগঞ্জ সদর ইউপির মুশা বটতলা এলাকা হতে উদ্ধার ও অপহরণকারী ৩ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ওই ছাত্রীকে মেডিকেল টেষ্টের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরকারীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বুধবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝