নাটোরের লালপুরে নিখোঁজের একদিন পর নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি খামার এলাকা থেকে নিরব (১৩) নামের এক কিশোর শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর কৃষি খামারের ১০ নম্বর প্লটের একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নিরব উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। সে বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৩টার দিকে নিরবের মোবাইলে একটি ফোন এলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। নিরব পরিবারের বড় ছেলে, তার একটি ছোট ভাই রয়েছে।
গোবিন্দপুর কৃষি খামারের প্রধান জুয়েল হোসেন জানান, ওই ব্লকের ওয়াচম্যান ফোন করে ড্রেনে একটি লাশ ভাসতে দেখার বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে যান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লালপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফপি/অ