ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, শৈলকুপা উপজেলা শাখার ২০২৬ সেশনের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সাবেক সভাপতি তানভির হুসাইন আদনানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য এইচ এম নাঈম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, শৈলকুপা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রায়হান উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এম আব্দুর রহমান।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে তিন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা প্রদান করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান রাতুল, সহসভাপতি হিসেবে শিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাফিজ হোসেন।
নব সভাপতি আব্দুর রহমান রাতুল বলেন, ইসলামী ছাত্র আন্দোলন একটি আদর্শভিত্তিক সংগঠন। ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে ছাত্রসমাজকে সংগঠিত করা এবং সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।
সাধারণ সম্পাদক রাফিজ হোসেন বলেন, সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য বড় আমানত। ইনশাআল্লাহ শৈলকুপা উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রমকে গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
এফপি/অ