প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগে নেতা বদরুল আলম সরর্দার।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকালে তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে শেষ বারের মতো মায়ের জানাজায় অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ। বদরুল আলম সরদার, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা চর পাকেরদহ ইউনিয়নের গুদাশিমুলিয়া এলাকার বাসিন্দা ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান এবং মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টায় বদরুল আলমের মা মনোয়ারা বেগম ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায় । মায়ের খবরে ভেঙে পড়েন তিনি। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যদের মাধ্যমে জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে জেলা প্রশাসক ইউসুপ আলী ৫ ঘণ্টার জন্য দুপুর ১টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত তাকে প্যারোল মুক্তি দেন। এরপর তাকে পুলিশ পাহারায় নিজ এলাকায় নেওয়া হলে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে নেওয়া হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতা বদরুল আলম সর্দার তার মায়ের জানাজায় অংশ নিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বদরুল আলমকে ২০২৫ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় রাজধানী ঢাকার অদুরে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারের পর তিনি প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। কিছুদিন আগে তাকে জামালপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি জেলা কারাগারেই ছিলেন। পুলিশ সুত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ঢাকার মিরপুরে একটি হত্যা মামলাসহ সাভার, গাজীপুর ও জামালপুরেরর মাদারগঞ্জে কয়েকটি মামলা রয়েছে। ৫ আগস্টের পর সে পলাতক থাকায় চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করা হয়।
এফপি/অ