টঙ্গীতে সংক্ষিপ্ত পরিসরে শুরু হয়েছে শুরায়ে নিজামের তত্ত্বাবধানে খুরুজের জোড়।
শুক্রবার (২ জানুয়ারি) ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে খুরুজের আনুষ্ঠানিকতা শুরু হয়। রবিবার দোয়ার মাধ্যমে খুরুজের সমাপ্তি হবে। বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ তীরে খুরুজের জোড়সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তাবলীগ জামাতের মুরুব্বিগণ সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সে অনুযায়ী করণীয় নির্ধারণ করা হয়েছে।
পরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোর আয়োজনের মৌখিক অনুমোদন নেওয়া হয়। সেই হিসেবে বিভিন্ন জেলার সাথীদের নিজ নিজ জেলা থেকেই তাবলীগের সফরে বের হওয়ার সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি ঢাকা জেলার সাথীরা ময়দানের টিনসেড মসজিদে উপস্থিত হয়ে জামাতের উদ্দেশ্যে রওনা করবেন।
তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্ত পাওয়ার পর বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগমন ইচ্ছুক মুসল্লী এবং সাথী ভাইদের ময়দানে আসতে বারন করা হয়েছে। যেসব বিদেশি মেহমান ও সাথী ভাই ইতিমধ্যে দেশে উপস্থিত হয়েছেন। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে খুরুজের জোড় সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাবিবুল্লাহ রায়হান আরও জানান, ইতোমধ্যে ৭০টি দেশের ২ হাজারের বেশি মুসল্লী ও সাথী ভাই ময়দানে উপস্থিত হয়েছেন। তিন দিনব্যাপী খুরুজের জোড় আনুষ্ঠানিকভাবে রবিবার দোয়ার মাধ্যমে শেষ হবে।
এফপি/জেএস