ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের প্রধান ও ২৫টি চুরি ও ডাকাতি মামলার আসামি মাসুদসহ সক্রিয় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কামদিয়া গ্রামের মৃত ছাদেক খার ছেলে ডাকাত দলের প্রধান মাসুদ খাঁ (৩০), মধুখালী উপজেলার মোছোর দিয়া গ্রামের হারুন বিশ্বাসের ছেলে ডাকাত দলের সক্রিয় সদস্য মনির হোসেন (২৬), ভাওয়াল গ্রামের লিমন সরদার (১৯), রামকান্তপুর গ্রামের মো. সাগর মোল্লা (২০) ও চরকামদিয়া গ্রামের মহসীন মাতুব্বর (২৮)।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের ডাকাত মাসুদ খাঁ এর বাড়ি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের প্রধান মাসুদসহ ডাকাত দলের সক্রিয় ৫ জন সদস্যকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ডাকাত মাসুদ খাঁ এর নামে বিভিন্ন থানায় ২৫টি মামলা আছে। তারমধ্যে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এফপি/রাজ