Dhaka, Friday | 18 April 2025
         
English Edition
   
Epaper | Friday | 18 April 2025 | English
কুয়েট সমস্যার সমাধান কোন পথে?
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সমীকরণের প্যাচে জ্যোতিরা
সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে আসছে দুই কার্গো এলএনজি
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
শিরোনাম:

বিশাল জয়ে বিশ্বকাপ বাছাই শুরু জ্যোতিদের

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৪:৫২ পিএম  (ভিজিটর : ২৯)

রাউন্ড রবিন গ্রুপের বিশ্বকাপ বাছাইপর্ব। আসরে আছে স্বাগতিক পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দল। সেপ্টেম্বরে ভারত অনুষ্ঠেয় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে প্রতিটি ম্যাচই মহাগুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ১৭৮ রানের বিশাল জয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।

লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে চারে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অল্পের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি শামীমা আক্তার। জবাবে থাইল্যান্ড নারী ক্রিকেট দল ২৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশের ওপেনিং জুটি অবশ্য ভালো হয়নি। ১৫ রানে প্রথম উইকেট হারায় জ্যোতির দল। এরপর ফারজানা হক ও তিনে নামা শামীমা ১০৪ রানের জুটি দেন। ফারজানা ৮২ বলে ৫৩ রান করে আউট হন। শামীমা ও চারে নামা জ্যোতি যোগ করেন ১৫২ রান। এর মধ্যে ৮০ বল খেলে জ্যোতি ইনিংসের শেষ বলে ১০১ রান করে আউট হন। তার ব্যাট থেকে ১৫টি চার ও একটি ছক্কা আসে। শামীমা ১২৬ বলে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে থাইল্যান্ড নারী ক্রিকেট দল বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন ও ডানহাতি অফ স্পিনার জান্নাতুল ফেরদৌসের তোপে পড়ে। ফাহিমা ৮.৫ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। জান্নাতুল ৫ ওভারে বোলিং করে মাত্র ৭ রান দিয়ে নেন ৫ উইকেট। এর মধ্যে তিনটি মেডের ওভার করেন তিনি। থাইল্যান্ডের হয়ে ওপেনার নাতায়া বোচাথাম ১৭ ও চানিদা ছুথিরাং ২২ রান করেন। মিডলে অধিনায়ক নারুইমল চাইওয়া ১৫ রানের ইনিংস খেলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝