চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক ও দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে পতেঙ্গা কোস্টগার্ড আউটপোস্টের সদস্যরা চট্টগ্রাম বন্দর থানাধীন আনন্দবাজার সংলগ্ন পচার খাল এলাকায় এ অভিযান চালান।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কয়েকটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, যার মধ্যে রয়েছে বিদেশি ইয়াবা, গাঁজা ও মদ। পাশাপাশি উদ্ধার হয় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র।
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিয়াজ উদ্দিন বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করি। মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি কিছু সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এফপি/তাপস/রাজ