চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত রিকশাসহ খালে পড়ে ছয় মাস বয়সী শিশু সেহেরিশের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে চাক্তাই খালের চামড়ার গুদাম এলাকার আবর্জনার স্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শিশুটির মা সালমা বেগম ও নানির সঙ্গে রিকশায় করে বাসায় ফিরছিল সেহেরিশ। কাপাসগোলা ব্রিজ এলাকায় পৌঁছালে রিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খালের পানিতে পড়ে যায়। উপস্থিত স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রিকশার যাত্রী সালমা বেগম ও তার মাকে উদ্ধার করতে পারলেও, মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায় ছোট্ট সেহেরিশ। মুহূর্তেই খালের প্রবল স্রোতে শিশুটি তলিয়ে যায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে রাতভর চেষ্টার পরও শিশুটির সন্ধান মেলেনি। অবশেষে শনিবার সকালে, দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চাক্তাই খালের চামড়ার গুদামের কাছে ভেসে থাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, খালের আশপাশে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে চলেছে। তারা দ্রুত খালঘেঁষা এলাকাগুলোতে নিরাপত্তামূলক ব্যারিকেড স্থাপনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা খলিলুর রহমান ‘দ্যা ফিনেন্সিয়াল পোস্ট’-কে বলেন, “স্থানীয়দের সহায়তায় আমরা শিশুটির মরদেহ শনাক্ত ও উদ্ধার করতে পেরেছি। এমন ঘটনায় আমাদের সবারই সচেতন হওয়া জরুরি।”
এফপি/রাজ