স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।
বিকাল ৩টায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া জামালপুর -১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরির্দশনের আগে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন। এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এই ভাবে নির্বাচনে যেই আসুক তাকে স্বাগত জানানোর কথাও জানান তিনি।
পরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) আয়োজিত এক মত বিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির। এ সময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব মোঃ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক ও জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমসহ প্রমুখ। পরিদর্শন শেষে তিনি মাদারগঞ্জের সৌর বিদ্যুত প্রকল্পে যাওয়ার কথাও জানান।
এফপি/রাজ