Dhaka, Saturday | 5 July 2025
         
English Edition
   
Epaper | Saturday | 5 July 2025 | English
২৪৮ রানে অলআউট বাংলাদেশ
ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল
সাবেক সিইসি শামসুল হুদা আর নেই
মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলে আটক
শিরোনাম:

রাজবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলেন শাহ্ নাজিম উদ্দিন মুনান

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:৪২ পিএম  (ভিজিটর : ৮)

নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজবাড়ী ডিগ্রি কলেজের নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষানুরাগী শাহ্ নাজিম উদ্দিন মুনান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ তাকে সভাপতি ও সিফাত কামালকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেন।

এছাড়া অনুমোদিত পরিচালনা কমিটির সদস্যরা হচ্ছেন, প্রতিষ্ঠাতা সদস্য- ফকির শাহ্ নাসির উদ্দিন (সাবেক পরিচালক- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও কলেজ প্রতিষ্ঠাতা), বিদুৎসাহী সদস্য: সিফাত কামাল (এল.এল.বি, এম.বি.এ.), দাতা সদস্য: মোঃ ছিদ্দিকুর রহমান হাওলাদার (ব্যবসায়ী), হিতৈষী সদস্য: অসিত বরন দাস (পরিচালক, আশা ইন্টারন্যাশনাল), অভিভাবক সদস্য: মোঃ মনিরুজ্জামান, মোঃ জাহাঙ্গির হোসেন হাওলাদার ও মোঃ ইদ্রিস আলী ফকির, শিক্ষক প্রতিনিধি: মোঃ মনিরুল ইসলাম, মোঃ ফজলুল হক, মহসীনা আক্তার, সদস্য-সচিব: মোঃ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)।

শাহ্ নাজিম উদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিনের সন্তান। ১৯৯৪ সালে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ব্যাসকাঠি গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে কলেজটি প্রতিষ্ঠা করেন ফকির নাসির উদ্দিন। পুরো উপজেলায় মোট ৮টি কলেজ রয়েছে, যা ১০টি ইউনিয়নের ১৩৭টি গ্রামের প্রায় ২ লাখ ১২ হাজার মানুষের জন্য শিক্ষার আলো জ্বালাতে কাজ করছে। এর মধ্যে রাজবাড়ী ডিগ্রি কলেজ একটি বিশেষ স্থান দখল করে আছে।

প্রতিষ্ঠার শুরু থেকেই এই কলেজটি আশেপাশের প্রায় পাঁচটি ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়। ধারাবাহিকভাবে ভালো ফলাফল, শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে কলেজটির ভূমিকা প্রশংসনীয়। এখানকার অনেক শিক্ষার্থী এখন স্বনির্ভর, কর্মসংস্থান তৈরি করছে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সফলতার সাথে দায়িত্ব পালন করছে।

শুধু কলেজই নয়, ফকির নাসির উদ্দিন শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন। তিনি এগারগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ই.জি.এস ভোকেশনাল স্কুল, পাটিকেলবাড়ী দরগাহ শরীফ দাখিল মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।

নবনির্বাচিত সভাপতি শাহ্ নাজিম উদ্দিন মুনান শিক্ষা ও কর্মজীবনে সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী। তিনি ঢাকার আইডিয়াল স্কুল থেকে এসএসসি, ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB) থেকে বিবিএ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিজিডি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তাছাড়া, তিনি দেশ-বিদেশে নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

পেশাগত জীবনে তিনি ১০ বছর ধরে বিভিন্ন কর্পোরেট ও উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন এবং পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নিজস্ব ব্যবসার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের কাজ করে থাকেন।

স্থানীয় জনগণ আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও আন্তরিক প্রচেষ্টায় রাজবাড়ী ডিগ্রি কলেজ নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আধুনিক ও গুণগত শিক্ষার এক রোল মডেলে পরিণত হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝