জামালপুরের মাদারগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে রাবেয়া বেগম ( ৬০) নামে ৬ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধা ৭টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকার স্টিল ব্রিজ সংলগ্ন এলাকার এ ঘটনা ঘটে। রাবেয়া ওই এলাকার শহিদ মন্ডলের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম শুক্রবার সারাদিন রোজা ছিলেন। ইফতারের আগ মুহূর্তে বাড়ির পিছনে যাওয়ার সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এসময় তিনি চিৎকার শুরু করলে পরিবারের লোকজন চিকিৎসার তাকে স্থানীয় কবিরাজ এর কাছে নেন। এরপর অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টার দিকে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
৬ সন্তানের জননী রাবেয়ার ছোট ছেলে ভিক্কু মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মা সারাদিন রোজা ছিল। ইফতারের আগ মুহূর্তে তাকে সাপে কামড় দেয়।
মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ সাব্বির আহমেদ বলেন, রাবেয়া নামে যে রোগটিকে জরুরী বিভাগে আনা হয়েছে তাকে এখানে আনার ১০ মিনিটের মধ্যে তিনি মারা যান। তাকে সাপে কামড় দিয়েছে কিনা আমরা এসেসম্যান্ট করতে পারিনি। তাই আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না তাকে সাপে কেটেছে কিনা। জোড়খালী ইউনিয়ন পরিষদের সদস্য আনিছ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফপি/রাজ