রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পৌরসভার কুমড়াকান্দি এলাকার আক্কাস আলীর বাড়ির সামনে কোয়েল পাখির ফার্মের গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে ছেলের মারমারি হয়। এ মারামারি ঠেকাতে গিয়ে আক্কাস আলী শেখ(৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১০টার সময় কোয়েল পাখির বৃষ্ঠার গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশী ছেলের সাথে বাকবিতণ্ডায় হয়। এসময় ছেলের মারামারি ঠেকাতে গিয়ে বৃদ্ধ বাবা আক্কাছ আলীর মৃত্যু হয়। গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি মহল্লার বাসিন্দা আক্কাস আলী শেখ (৬৩)। তার বসত বাড়ির পাশে কোয়েল পাখির ফার্ম করেছেন একই মহল্লার গিয়াস উদ্দিন শেখের ছেলে ফরিদ শেখ (৬৩) ও লিটন শেখ (৩৮)। এ নিয়ে বৃদ্ধ আক্কাস শেখের পরিবারের সঙ্গে ফরিদ ও লিটনের পূর্ববিরোধ চলছিল। তারা একে অপরের প্রতিবেশী।
স্থানীয় সূত্রে জানায়, মৃত আক্কাস আলী গত ৫/৭ বছর আগে একবার হার্ট অ্যাটাক করে শরীরের ডান অংশ অচল হয়ে যায়। আজ দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মৃতের বাড়িতে এসে মৃতের ছেলে শাহীনকে ডাকাডাকি করে না পেয়ে বাড়ির মহিলাদেরকে কোয়েল পাখির ফার্মের গন্ধ ছাড়ানোর অজুহাতে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। গালাগালির একপর্যায়ে মৃতের ছেলে শাহিন শেখ বাড়িতে এসে গালাগালি করতে দেখে তাদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হলে ছেলেকে বাঁচানোর জন্য মৃত আক্কাস আলী এগিয়ে এসে মারামারি থামানোর চেষ্টা কালে ধাক্কা লেগে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক করে পড়ে যায়। পরিবারের লোকজন মৃত আক্কাস আলী কে দ্রুত ৫০ শয্যা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ প্রসংঙ্গে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এফপি/মোল্লা/রাজ