Dhaka, Sunday | 31 August 2025
         
English Edition
   
Epaper | Sunday | 31 August 2025 | English
লিটন-সাইফে হেসেখেলে জয় বাংলাদেশের
শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই: এম এ আজিজ
রামুর ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির সড়কে পর্যটক-স্থানীয়দের ভোগান্তি
শিরোনাম:

ভাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, ২ নারীসহ আটক ৪

প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ২৬৬)

ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনকালে ২ নারীসহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার মইনপুর গ্রামের রাবেয়া বেগম (৪০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দেউস শশীতল গ্রামের জাহেনারা বেগম (৩৭), উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর এলাকার নোয়াখালীর বেগমগঞ্জ থানার জয়কৃষ্ণপুর গ্রামের জামাল উদ্দিন (৪৩) এবং উপজেলার নগরকান্দা থানার বাঙালকান্দা গ্রামের সামসেল শেখের ছেলে সোহেল শেখ (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর র‌্যাব-১০ এর একটি দল ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে ঢাকা থেকে বরিশালগামী দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়।

এ সময় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাবেয়া বেগম ও জাহেনারা বেগম নামে ২ মহিলাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে ভাঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এছাড়া পৃথক অভিযান চালিয়ে উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর এলাকার জনৈক রাশেদ মিয়ার দোকানের সামনে থেকে উভয়ের দেহ তল্লাশি চালিয়ে জামাল উদ্দিনের নিকট থেকে ৭ শ ৭৫ পিচ এবং সঙ্গীয় সোহেল শেখের নিকট থেকে ৬,শ পিচ সহ মোট ১৩ শ ৭৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

পরে ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার এস.আই আফজাল হোসেন জানান, মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝