Dhaka, Monday | 14 April 2025
         
English Edition
   
Epaper | Monday | 14 April 2025 | English
হাসিনা-রেহানা-টিউলিপ-ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান
সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না: ডিএমপি কমিশনার
শিরোনাম:

সিংড়ায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে কসমস সংস্থার মানববন্ধন

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০:৪১ এএম  (ভিজিটর : ৮৪)

নাটোরের সিংড়ায় কান্দিভিটা সমউন্নয়ন মহিলা এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টায় সিংড়া উপজেলা চত্বরে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার দাবি জানানো হয়।

২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালী আন্দোলনে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করার সময় ৬ জন প্রতিবাদকারী নিহত হয়েছিল। তার স্মরণে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য দেন কসমস সংস্থা নাটোরের নির্বাহী পরিচালক মেহনাজ পারভীন মালা, মোঃ আমিনুল সরকার, মোহাম্মদ ইয়ারত আলী, মতিন, রেখা খাতুন প্রমুখ।

প্রতিবাদকারীরা জীবাশ্ম জ্বালানি বন্ধ কর, নবায়নযোগ্য শক্তি আনো স্লোগান ব্যবহার করেন যা জীবাশ্ম জ্বালানো ভিত্তিক প্রকল্পের পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা সতর্ক করেন।

অনুষ্ঠানে বক্তারা সতর্ক করেন যে জীবাশ্ম জ্বালানি নির্ভর শক্তিনিতি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য হুমকি স্বরূপ ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে তুলেছে তারা সরকারকে সৌর ও বায়ু শক্তিতে বিনিয়োগের আহ্বান জানান যা আরো টেকসই এবং অর্থনৈতিকভাবে লাভজনক।

পরে অনুষ্ঠানটি একটি আহ্বানের মাধ্যমে শেষ হয় যেখানে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের বিরুদ্ধে আরও শক্তিশালী জনসচেতনতা ও প্রতিবাদের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝