তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও ছেলেকে বেধড়ক মারপিট সহ যৌনাঙ্গ থেতলে দেওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই বুড়াটারী গ্রামে। এ ঘটনায় শনিবার সকালে ১২ জনকে আসামি করে থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
সরেজমিন ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দবির উদ্দিনের ছেলে আলেফ উদ্দিন নতুন বাড়ি নির্মাণ করছেন। নির্মানাধীন দেয়ালে পানি দেওয়ার সময় মরহুম একরামুল হকের ছেলে রাসেদুল ইসলামের গোয়াল ঘর পানি ঢুকে তার একটি উন্নত জাতের ছাগলের বাচ্চা মারা যায়। রাসেদুল দেয়ালে পানি সতর্কভাবে দেওয়ার জন্য বলেন। জবাবে আলেফ উদ্দিন বলেন- তোর কি ভেসে যাবে না মরে যাবে সেটা আমার দেখার বিষয় নয়।
গত বৃহস্পতিবার রাত ১১টায় কথা কাটাকাটির এক পর্যায়ে ১০ থেকে ১২ জন লোক লাঠি দিয়ে রাসেদুলকে বেধড়ক মারপিট করে। মারপিটের যন্ত্রনায় রাসেদুল বাড়িতে পালিয়ে এলে বাড়ির গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে হামলাকারীরা। এসময় তার বিধবা মা আশেকা বেওয়া ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে এলে তাদেরও এলোপাতারি মারপিট করে মাটিতে ফেলে লাঠি দিয়ে গুতো মেরে যৌনাঙ্গ থেতলে দেয় হামলাকারীরা। এ ঘটনায় রাসেদুলের স্ত্রী বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম মামলা রজু হওয়ার বিষয় নিশ্চিৎ করে বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
এফপি/রাজ