সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুর হাটি গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জায়েদ নূর (৫৩) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকাল পৌনে নয়টার জেলার শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের মেজর সালাহ উদ্দিনের নেতৃত্বে ও ধর্মপাশা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার বসতঘরের ভেতর থেকে একটি ধারালো রামদা, দুটি দা, একটি হল্ডিং স্টিক, একটি হকিস্টিক, একটি মদের খালি বোতল ও একটি এনড্রয়েড মুঠোফোন সহ তাকে আটক করে।
ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন, উপজেলার রাজাপুর রংপুরহাটি গ্রামের বাসিন্দা জায়েদ নূর দেশীয় অস্ত্রসহ পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষে তার বসতঘরে অবস্থান করছে।এমন খবর পেয়ে শনিবার সকাল পৌনে নয়টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, খুনসহ,ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে ১০টি মামলা রয়েছে। দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এফপি/রাজ