গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের দুই পরিবারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টোক ইউনিয়নের উদ্যোগে একটি গাভী ও পানি উত্তোলনের গভীর নলকূপ (মটর) প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে পাঁচুয়া গ্রামের দুটি পরিবারে এ সহযোগিতা করা হয়।
পাঁচুয়া গ্রামের কিরন মিয়া ছয় মাস আগে মাছ ধরতে গিয়ে টমটম দূর্ঘটনায় একটি পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে তাকে ক্রেচে ভর দিয়ে হাঁটতে হয়, ফলে তিন ছেলে-মেয়েসহ পরিবার চালানো কষ্টকর হয়ে পড়ে। কিরন মিয়া স্থানীয় জামায়াত নেতা রফিকুল ইসলাম বাবলুর সাথে যোগাযোগ করলে তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর সহযোগিতায় তাকে একটি অষ্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী প্রদান করেন।
একই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি আব্দুল করিম তার পরিবারের সদস্যদের নিয়ে খাবার পানির সমস্যায় ভুগছিলেন। তিনি ০৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি স্থানীয় জামায়াত-শিবির কর্মীদের সাথে পরামর্শ করে আব্দুল করিমকে একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করে দেন।
এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া ৪ আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সালাহউদ্দিন আইয়ুবী। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মকর্তা মো. আকতার হোসেন, অধ্যাপক এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোনাব্বির, ডা. আল আমিন, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম বাবলু, ওয়ার্ড সাধারণ সম্পাদক মনির হোসেন, কবির এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সালাহউদ্দিন আইয়ুবী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসয়ম মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। কোন মুমিন তার প্রতিবেশীকে অভুক্ত রেখে পেটপুরে খেলে- সে কখনো পূর্ণ মুমিন হতে পারে না।
তিনি আরো বলেন, আমরা যে সম্পদ ভোগ করি তাতে গরীব-দুঃখীর হক রয়েছে। আমাদের দায়িত্ব হল তার হক তাকে পৌঁছে দেওয়া।
এফপি/এমআই