কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (১২ এপ্রিল) সকাল পৌণে ৮টায় উপজেলার বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা নয়ন ইসলাম (২৫) এবং লাগোয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের রনি ইসলাম (২৬)। তারা কুষ্টিয়ার একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী গড়াই পরিবহনের বাসের ধাক্কায় নয়ন ও রনি ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান আহত হন। তারা তিনজনই কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় একসঙ্গে তিনজন সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক সৈয়দ আল মামুন বলেন, শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে খুলনাগামী একটি বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
এফপি/এমআই