মিরপুরের শাহ আলী মাজারে আয়োজিত ‘গণমানুষের জাগ্রত জুলাই’ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমরা অনির্বাচিত এই কথা কে বলল? যারা নতুন বাংলাদেশের জন্য পরিবর্তন এনেছে, তারাই রাষ্ট্র ও সরকার গঠন করেছে। কাজেই সরকারের দায়িত্ব হলো তাদের চাহিদা মেটানো।’
তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা বা যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার কেউ বলেনি এই অভ্যুত্থানে যোগ দিয়ে তারা ভুল করেছেন। তারা একটাই কথা বলেছেন, তারা শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই দেখতে চান।’
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা বলেন, এখনো বিচারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিচারের নামে প্রহসন চলছে। এখন অনেক জায়গায় মামলা নেওয়া হয় না। উল্টো বিচার চাইতে গেলে শহীদ পরিবারের সদস্যরা হেনস্তার শিকার হন। দ্রুত গণহত্যাকারীদের বিচার দাবি করেন তারা।
অনুষ্ঠানে গরিব-অসহায় ব্যক্তিদের জন্য মেডিকেল ক্যাম্প, জুলাইয়ের গ্রাফিতি, আন্দোলনের ছবি ও খবরের কাগজ প্রদর্শনী, কবিতাপাঠ, জুলাই আন্দোলনে আহত, সম্মুখসারির যোদ্ধাদের স্মৃতিচারণা, শিশুদের চিত্রাঙ্কন, ভাবগানের আসর ও বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
এফপি/রাজ