বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে একটি সুস্পষ্ট ও সময়োপযোগী নির্বাচনী রোডম্যাপ জরুরি। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে ঐক্য গড়ে তুলে এই রোডম্যাপ প্রণয়ন করতে হবে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা সব সময় বলে আসছি, আলোচনার মাধ্যমে, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবো। নিঃসন্দেহে আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হবো।”
মির্জা ফখরুল আরও বলেন, “নির্বাচন ডিসেম্বর থেকে শিফটিং হচ্ছে, এই সমস্যারও সমাধান হবে।" তিনি মনে করেন, নির্বাচন কমিশন গঠিত হওয়ায় এখন আর নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। তিনি বলেন, "জনগণ এই ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে। নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করেই দ্রুত নির্বাচন দেওয়া যেতে পারে। এক্ষেত্রে রাজনৈতিক দল ও অন্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত”।
বিএনপি মহাসচিব আরও বলেন, “সংস্কারের জন্য সরকার অনেক কমিশন গঠন করেছে। তাদের প্রতি আমাদের এবং জনগণের আস্থা আছে। কিন্তু আমরা চাইব, সেটা দ্রুত সম্পাদন করে নির্বাচনকেন্দ্রিক যে সংস্কারব্যবস্থা, সেটির মাধ্যমে আমরা আলোর দিকে এগিয়ে যাব। এটি যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে। ততই বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে। শেখ হাসিনা শক্তিশালী হয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। রোড ম্যাপ ঘোষণা করলেই অনেক বিতর্কের অবসান হয়ে যাবে এবং আস্থার সৃষ্টি হবে”।
তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই অন্তর্বর্তী সরকার অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনের আলোচনায় গতি বৃদ্ধি এবং জনগণের জরুরি প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করবে।”
মির্জা ফখরুলের মতে, একটি নির্বাচিত সংসদের মাধ্যমেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব। তিনি বলেন, “আমি নির্বাচনের ওপর জোর দিতে চাই। যেসব সংস্কার প্রয়োজন, তার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সংস্কার কীভাবে আসবে? একটি নির্বাচিত সংসদের মাধ্যমে এসব সংস্কার আসবে। এর বিকল্প কিছু নেই”।
বিএনপি মহাসচিবের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি যে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন, তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এফপি/রাজ