Dhaka, Tuesday | 9 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 9 December 2025 | English
স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আনসার সদস্যদের পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান মহাপরিচালকের
আজ ফের ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ
শিরোনাম:

আদমদীঘিতে মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:৫৭ পিএম  (ভিজিটর : ২০৪)

আদমদীঘির সান্তাহারে ৬৫ পিস অ্যাম্পল ইনজেকশনসহ রেনু আক্তার (৩৮) ও মানিক হোসেন (২৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ।

রবিবার বিকেলে সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অ্যাম্পল ইনজেকশনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার ইমরানের স্ত্রী রেনু আক্তার ওরফে রেনুকা ও নওগাঁ সদরের কির্ত্তিপুর হরিরামপুর গ্রামের হামিদুল রহমান খোকার ছেলে মানিক হোসেন।

পুলিশ জানায়, রবিবার বিকেল ৫টার দিকে আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকায় জনৈক ইমরানের বাড়িতে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে রেনু আক্তার ও মানিক হোসেনকে আটক করে তাদের নিকট থেকে ৬৫ পিস অ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।

আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত রেনু আক্তার ও মানিক হোসেনের নামে থানায় মাদক মামলা রুজু করে সোমবার তাদেরকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝