Dhaka, Monday | 8 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 December 2025 | English
স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আনসার সদস্যদের পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান মহাপরিচালকের
আজ ফের ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ
শিরোনাম:

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে জুলাই যোদ্ধাদের মতবিনিময়

প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম  (ভিজিটর : ২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, নৌ- বাহীনির লেফটেন্যান্ট কমান্ডার শেখ আখতার, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী দাস, কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ, সমাজসেবা কর্মকর্তা ছালাহ উদ্দিন সিকদার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. সাদ্দাম হোসাইন, আতিকুল ইসলাম লিটন, আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, শহীদের পিতা জামাল উদ্দিন, রাজনৈতিক দলের নেতাদের মধ্যে জামায়াত নেতা তাওফিকুল ইসলাম, যুবদল নেতা ইসমাইল হোসেন, এনসিপি নেতা নেয়ামত উল্লাহ নীরব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নির্বাচনের সময় হাতিয়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং আহত যোদ্ধাদের একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, সহিংসতা- নিরাপত্তাহীনতা রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হবে।

সভায় জুলাই যোদ্ধারা হাতিয়ার বিভিন্ন খাতের অনৈতিক হয়রানি, সড়ক সেতুর নিম্নমানের কাজ, ভাতা ত্রাণ বিতরণে অনিয়ম, মাদক নিয়ন্ত্রণ, চর দখল ও বালু উত্তোলনসহ নানা অনিয়মের বিষয় তুলে ধরে দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝